সমস্যা। আমাদের চারপাশে সমস্যার কোনো শেষ নেই। আমরা কেউ কেউ সারাদিন শুধু সমস্যা নিয়ে কথা বলি। কেউ সমস্যা নিয়ে কথা বলে মজা পাই আর কেউ শুনে। আর সমস্যাটা যদি হয় প্রতিপক্ষের কারও তবে তো আনন্দের শেষ নেই। আবার এভাবে সমস্যা নিয়ে কথা বললেও শুরু হয় আরেক সমস্যা। কেউ স্বীকার করে কেউ করে না।
এর চাইতে আমাদের উচিত সমাধান নিয়ে ভাবা এবং সাধ্যমত সমাধানের চেষ্টা করা। দিনভর অন্ধকারকে গালি দিয়ে লাভ নেই এর চাইতে তো উত্তম বাতির ব্যবস্থা করে দেওয়া। বাতির ব্যবস্থা করার সামর্থ থাকার পরেও তা না করে শুধুই সমালোচনায় লিপ্ত হওয়া সু-রুচির পরিচয় বহন করে না।
সংস্কার কিংবা বিপ্লব যাদের দ্বারা হয়েছে তারা সমস্যা নিয়ে কথা বলার চাইতে সংস্কার নিয়ে ভেবেছেন সংস্কার করেছে। প্রতিপক্ষের উপর কোনো দোষ চাপান নি।